
উদ্দেশ্য
"জানা-অজানা ইতিহাস, সংস্কৃতি ও ভ্রমণ" নামক online platform টি শুরু করার মূল উদ্দেশ্য হল বাংলা ভাষার মাধ্যমে যাতে ছাত্র-ছাত্রী থেকে সাধারণ মানুষ ভারতীয় সংস্কৃতি, ইতিহাস ও বিভিন্ন দর্শনীয় স্থান গুলো সম্পর্কে তথ্য সমৃদ্ধ জ্ঞান অর্জন করতে পারে তার ব্যবস্থা করা ।
উদাহরণ স্বরূপ আপনি যদি ভারতের কোনো ইতিহাস বা সংস্কৃতি যেমন প্রাগৈতিহাসিক স্থান, গুহাচিত্র, স্থাপত্য শৈলী, মন্দির, শিল্প ইত্যাদি নিয়ে গভীর জ্ঞান বা গবেষণা করতে চান তাহলে আপনাকে ইংরেজী ভাষায় রচিত বই গুলি পড়তে হবে । ফলে সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রীরা অনেক ক্ষেত্রেই উৎসাহ হারিয়ে ফেলে এবং তারা তথ্য সমৃদ্ধ জ্ঞান অর্জন করতে পারে না । এছাড়াও স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে মানুষের জ্ঞান অনেক কম । অনেক সময় অজান্তেই তার আঞ্চলিক ঐতিহ্য ও সংস্কৃতিকে ধ্বংস করে দেয় । এই সব সমস্যা গুলি সমাধানের উদ্দেশ্য এবং জনসাধারণের মধ্যে তাদের সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে সচেতন করতেই বাংলা ভাষায় এই "জানা-অজানা ইতিহাস, সংস্কৃতি, ভ্রমণ" এর সূচনা ।
আপনারাও নিজের এলাকার ঐতিহ্যবাহী বিষয় গুলি সম্পর্কে বাংলায় লেখা ও ছবি পাঠিয়ে আমাদের সব বয়সের পাঠকদের সমৃদ্ধ করতে পারেন ও সকলের জ্ঞানের পরিধির বিস্তার ঘটাতে সাহায্য করতে পারেন ।
