অশোকের দ্বিতীয় শিলালিপি ( 2nd rock EDICT : Ashoka)
- Jana Ajana
- Sep 1, 2020
- 2 min read
মৌর্য সাম্রাজ্যের শেষ শক্তিশালী সম্রাট অশোক [ দেবনাংপ্রিয়ন প্রিয়দসিনা ( দেবনামপ্রিয় প্রিয়দর্শি অশোক ) রাজা ] তার শাসন ব্যবস্থাকে সুস্থিত এবং বৌদ্ধধর্মের প্রসার এর জন্য বিভিন্ন প্রকার শিলালিপি নির্মাণ করেন যাদের মধ্যে উল্লেখযোগ্য হল অশোকের দ্বিতীয় শিলালিপি ( 2nd rock EDICT : Ashoka)। এর আগে আমরা দুইটি প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করেছি -অশোকের প্রথম শিলালিপি এবং লুম্বিনী স্তম্ভ লিপি ।

দেখার জন্য ক্লিক করুন -

অশোকের দ্বিতীয় শিলালিপিটি ভারতের গুজরাট রাজ্যের , জুনাগর জেলার গীরনার নামক স্থানে পাওয়া গেছে । এই শিলালিপিটি ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছে , এবং ভাষার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে প্রাকৃত ভাষা । গীরনার এ অবস্থিত অশোকের দ্বিতীয় শিলালিপিটির সময়কাল হল খ্রীষ্টপূর্ব তৃতীয় শতাব্দী (3rd century B.C) ।
অশোকের দ্বিতীয় শিলালিপির বক্তব্য নিম্নরূপ :
দেবনাংপ্রিয়ন প্রিয়দসিনা ( দেবনামপ্রিয় প্রিয়দর্শি অশোক ) রাজার সমস্ত সাম্রাজ্যে এবং তার দেশের সীমানা লাগোয়া- চোল , পাণ্ডব, সত্যপুত্র , কেরলপত্র এছাড়াও তাম্রপানি, যবন রাজ অ্যান্তওগুরি ( গ্রীক রাজা ) এবং এই সমস্ত রাজ্যের লাগোয়া সমস্ত রাজ্যগুলিতে দুই ধরনের চিকিৎসা ব্যবস্থা সংক্রান্ত সুযোগ-সুবিধার প্রচলন ঘটান । দেবনাংপ্রিয়ন প্রিয়দসিনা ( দেবনামপ্রিয় প্রিয়দর্শি অশোক ) রাজা মূলত মানুষদের চিকিৎসা ও গৃহপালিত পশুদের চিকিৎসার জন্য এইসব দাতব্য চিকিৎসালয় গুলি নির্মাণ করেছিলেন । যেখানে ঔষধি গাছ নেই , সেখানে মানুষ ও পশু দের সুবিধার্থে ঔষধি গাছ গুলি রোপণ করতে হবে । যেখানে যেখানে বৃক্ষ ও ফলের গাছ নেই সেই সমস্ত স্থানে গাছ লাগাতে হবে রাস্তার ধারে ধারে পুকুর খনন করতে হবে এবং তার ধারে ধারে গাছ লাগাতে হবে ।

এই শিলালিপিতে অশোক নির্দেশ অনুসারে " হরাপিতানি চ রোপাপিতানি চ " অর্থাৎ সবুজায়ন করতে হবে বৃক্ষ রোপণ করতে হবে । অশোক সেই সময়ও প্রাকৃতিকে তথা বাস্তুতন্ত্রেকে রক্ষার কথা বলতেন , আর তার সবচেয়ে বড় প্রমাণ হলো অশোকের দ্বিতীয় শিলালিপি । শুধু নিজের রাজ্যই নয় তাঁর সাম্রাজের পাশে যে রাজ্যগুলি আছে সেই রাজ্যগুলি এমনকি সেই সব প্রতিবেশী রাজ্য গুলির প্রতিবেশী রাজ্য গুলিতেও তিনি দাতব্য চিকিৎসালয় রাস্তার ধারে কূপ খনন এবং সর্বোপরি বৃক্ষরোপণের কাজ করেছিলেন । বৌদ্ধ ধর্ম তার মনে কি ধরনের পরিবর্তন এনেছিল তা আমরা আমাদের প্রতিবেদনে উল্লেখিত মোট তিনটি শিলালিপি বিশ্লেষণ করলে ভালো হবে বুঝতে পারব এবং কিজন্যে সম্রাট অশোককে ধর্মাশোক বলা হয় তাও আমরা বুঝতে পারব।

ধন্যবাদ : Tridibesh Chatterjee
ঠিকানা : janaajana46@gmail.com
Comments