top of page
Search

ভীমবেটকা গুহা চিত্র( Bhimbetka Cave Panting ) : Tridibesh Chatterjee

  • Writer: Jana Ajana
    Jana Ajana
  • Aug 20, 2020
  • 2 min read


ভীমবেটকা হল মধ্য ভারতের অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র যার অস্তিত্ব লক্ষ্য করা যায় প্রাগৈতিহাসিক যুগের পুরাতন প্রস্তর ও মধ্যপ্রস্তর যুগের সময়কাল থেকে । পুরাতন প্রস্তর যুগ বা তারও আগে ভারতীয় উপমহাদেশে যে মানুষের অস্তিত্ব ছিল তার জোরালো প্রমাণ বহন করে এই ভীমবেটকার গুহাটি ।

ভারতের মধ্যপ্রদেশের রায়সেন জেলার রাতপানি ব্যাঘ্র অভয়ারণ্যের মধ্যে অবস্থিত এই গুহাটি । এখানে মোটা মোটি ভাবে ৭৫০ টি গুহার অস্তিত্ব লক্ষ্য করা যায় যাদের মধ্যে ২৪৩ টি হল ভীমবেটকা প্রস্তর ক্ষেত্রের অন্তর্ভুক্ত (There are roughly 1000 caves at this site)


ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ ( Archaeological survey of India ) এর মতে প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ থেকে একেবারে খ্রীষ্ট-পূর্ব দ্বিতীয় শতাব্দী ( 2nd Century BCE ) শতাব্দী পর্যন্ত মানুষেরা এখানে কালানুক্রমিক ভাবে বসবাস করেছে ।



ভীমবেটকার বেশ কিছু গুহাতে হোমো ইরেক্টাস (Homo Erectus ) নাম আদিম মানুষেরা বসবাস করত ভারতে এদের Narmada Man বলা হয়ে থাকে । Narmada Man দের আনুমানিক সময় কাল ছিল ২-১ লক্ষ বছর আগে । ভীমবেটকা গুহাতেই রয়েছে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন গুহা চিত্র , যার বয়স আনুমানিক ৩০০০০ বছর ।

ভীমবেটকার গুহাচিত্রে দেখতে পাওয়া যায় সবুজ ও ঘন লাল রঙের মাধ্যমে সেই সময়ের মানুষেরা বেশ কিছু বড় বড় চিত্র অঙ্কন করেছিল । যেমন - বাইসন , বাঘ , ও গন্ডার ইত্যাদির ছবি মধ্য প্রস্তর যুগের চিত্র হিসেবে আমরা দেখতে পায় একটি শিকারের দৃশ্য যেখানে বল্লভ , তীর , ধনুক ইত্যাদি‌ রয়েছে । এছাড়াও রয়েছে তিনটি জনজাতির মধ্যে যুদ্ধের দৃশ্য । নৃত্য ( Communal Dance ) , পাখি , বাদ্যযন্ত্র, মা ও বাচ্চা, গর্ভবতী নারী এবং মানুষের দ্বারা মৃত পশুর দেহ বহনের চিত্র । এই সব ছবি


গুলো তৈরীর ক্ষেত্রে প্রাকৃতিক রঙ( Vegetables Colours ) ব্যাবহৃত হয়েছে । ভীমবেটকা গুহাতে একটি পাথরের হাতি , হরিণ, বাইসন বাঘ, ময়ূর, সাপ , গন্ডার ইত্যাদি প্রাণীর ছবি প্রচুর পরিমাণে

পাওয়া যাওয়াতে এটিকে Zoo Rock বলা হয়ে থাকে । এছাড়াও একটি পাথরে অঙ্কিত রয়েছে ত্রিশূল হাতে নৃত্যরত একটি মানুষের চিত্র , এই চিত্রটির‌ নাম দেওয়া হয় "#নটরাজ " ।

বর্তমানে ভীমবেটকা গুহাটি UNESCO WORLD HERITAGE SITE এ পরিনত হয়েছে এবং পর্যটকদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে ।‌ ছবি তোলার ওপর নিয়ন্ত্রণ করা হয়েছে ।









 
 
 

Comments


tridibesh_edited.jpg

জানা-অজানা

ইতিহাস, সংস্কৃতি ও ভ্রমণ

Know your history

WEEKLY NEWSLETTER 

Thanks for submitting!

  • https://www.facebook.com/ChhauMaskandPuruliaTourGuide/?ref=pages_you_manage

© 2023 BY Tridebesh Chatterjee. Designed BY CAPTUREGRAPHICS.IN

bottom of page