ভীমবেটকা গুহা চিত্র( Bhimbetka Cave Panting ) : Tridibesh Chatterjee
- Jana Ajana
- Aug 20, 2020
- 2 min read
ভীমবেটকা হল মধ্য ভারতের অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র যার অস্তিত্ব লক্ষ্য করা যায় প্রাগৈতিহাসিক যুগের পুরাতন প্রস্তর ও মধ্যপ্রস্তর যুগের সময়কাল থেকে । পুরাতন প্রস্তর যুগ বা তারও আগে ভারতীয় উপমহাদেশে যে মানুষের অস্তিত্ব ছিল তার জোরালো প্রমাণ বহন করে এই ভীমবেটকার গুহাটি ।

ভারতের মধ্যপ্রদেশের রায়সেন জেলার রাতপানি ব্যাঘ্র অভয়ারণ্যের মধ্যে অবস্থিত এই গুহাটি । এখানে মোটা মোটি ভাবে ৭৫০ টি গুহার অস্তিত্ব লক্ষ্য করা যায় যাদের মধ্যে ২৪৩ টি হল ভীমবেটকা প্রস্তর ক্ষেত্রের অন্তর্ভুক্ত (There are roughly 1000 caves at this site) ।
ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ ( Archaeological survey of India ) এর মতে প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ থেকে একেবারে খ্রীষ্ট-পূর্ব দ্বিতীয় শতাব্দী ( 2nd Century BCE ) শতাব্দী পর্যন্ত মানুষেরা এখানে কালানুক্রমিক ভাবে বসবাস করেছে ।
ভীমবেটকার বেশ কিছু গুহাতে হোমো ইরেক্টাস (Homo Erectus ) নাম আদিম মানুষেরা বসবাস করত ভারতে এদের Narmada Man বলা হয়ে থাকে । Narmada Man দের আনুমানিক সময় কাল ছিল ২-১ লক্ষ বছর আগে । ভীমবেটকা গুহাতেই রয়েছে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন গুহা চিত্র , যার বয়স আনুমানিক ৩০০০০ বছর ।
ভীমবেটকার গুহাচিত্রে দেখতে পাওয়া যায় সবুজ ও ঘন লাল রঙের মাধ্যমে সেই সময়ের মানুষেরা বেশ কিছু বড় বড় চিত্র অঙ্কন করেছিল । যেমন - বাইসন , বাঘ , ও গন্ডার ইত্যাদির ছবি মধ্য প্রস্তর যুগের চিত্র হিসেবে আমরা দেখতে পায় একটি শিকারের দৃশ্য যেখানে বল্লভ , তীর , ধনুক ইত্যাদি রয়েছে । এছাড়াও রয়েছে তিনটি জনজাতির মধ্যে যুদ্ধের দৃশ্য । নৃত্য ( Communal Dance ) , পাখি , বাদ্যযন্ত্র, মা ও বাচ্চা, গর্ভবতী নারী এবং মানুষের দ্বারা মৃত পশুর দেহ বহনের চিত্র । এই সব ছবি

গুলো তৈরীর ক্ষেত্রে প্রাকৃতিক রঙ( Vegetables Colours ) ব্যাবহৃত হয়েছে । ভীমবেটকা গুহাতে একটি পাথরের হাতি , হরিণ, বাইসন বাঘ, ময়ূর, সাপ , গন্ডার ইত্যাদি প্রাণীর ছবি প্রচুর পরিমাণে

পাওয়া যাওয়াতে এটিকে Zoo Rock বলা হয়ে থাকে । এছাড়াও একটি পাথরে অঙ্কিত রয়েছে ত্রিশূল হাতে নৃত্যরত একটি মানুষের চিত্র , এই চিত্রটির নাম দেওয়া হয় "#নটরাজ " ।
বর্তমানে ভীমবেটকা গুহাটি UNESCO WORLD HERITAGE SITE এ পরিনত হয়েছে এবং পর্যটকদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে । ছবি তোলার ওপর নিয়ন্ত্রণ করা হয়েছে ।
Comments