top of page
Search

লুম্বিনী ( রুমমিনডেই) স্তম্ভ লিপি : সম্রাট অশোক

  • Writer: Jana Ajana
    Jana Ajana
  • Aug 21, 2020
  • 2 min read

ভারতের প্রতিবেশী দেশ নেপাল , । নেপালের তরাই -এ লুম্বিনী নামক অঞ্চলের সাক্য বংশোদ্ভূত রাজা শুদ্বোধনের পুত্র ছিলেন গৌতম বুদ্ধ।


এই কথা গুলো আমরা মোটামুটি কম-বেশি সবাই জানি । কিন্তু(but) যেটা সবাই জানে না সেটা হল মৌর্য সম্রাট অশোক লুম্বিনীতে একটি স্তম্ভ লিপি স্থাপনা করেন । সম্রাট অশোকের স্তম্ভ লিপিটিতে যে ভাষার ব্যবহার করা হয়েছে সেটি হল প্রাকৃত ভাষা এবং লিপি হল ব্রাহ্মী । লিপিটিতে বলা ‌হচ্ছে


১: যখন সম্রাট দেবনাপ্রিয়েন পিয়দসিন (দবনামপ্রিয় প্রিয়দর্শি অশোক ) তাঁর রাজ্য শাসন ২০ বছর অতিক্রান্ত করছেন তখন স্বয়ং তিনি এখানে (লুম্বিনী) আসছেন এবং পূজা করছেন কারণ এখানেই বুদ্ধসাক্যমুনী জন্মগ্রহণ করেছিলেন ।


২: তিনি এখানে একটি পাথরের তৈরি বাড়ি (স্মৃতি সৌধ) এবং একটি পাথরের স্তম্ভ নির্মাণ করছেন মঙ্গলময় ব্যাক্তিত্ব জন্মস্থানকে চিহ্নিত করার জন্য। তিনি লুম্বিনী গ্রামটিকে "কর"(ট্যাক্স) মুক্ত ঘোষণা করছেন এবং উৎপাদিত শস্যের ১/৮ অংশ শুধু দান করতে হবে ( শাসককে) ।


এর অর্থ হচ্ছে সম্রাট অশোক লুম্বিনী নামক গ্রামটিকে ভগবান বুদ্ধের জন্মস্থান স্থান হিসেবে চিহ্নিত করছেন । গ্রামটিকে কর মুক্ত‌ ঘোষণা করছেন এবং এই উদ্দেশ্যে একটি পাথরের লিপি স্তম্ভ ও একটি বাড়ি (স্মৃতি সৌধ) নির্মাণ করছেন । বর্তমানে একটি বিশাল বাগানের মধ্যে এটি অবস্থান করছে এবং অনেকেই এটি দর্শন করতে যায় । বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি অত্যন্ত পবিত্র জায়গা ।


সম্রাট অশোক দ্বারা নির্মিত এই লুম্বিনী স্তম্ভ লিপি হল ভগবান বুদ্ধের জন্মস্থান সংক্রান্ত ‌একটি পাথুরে প্রমাণ । ১৮৯৬ সালে এটি আবিষ্কার করেন অলোইস এন্টন ফুহরর । স্থানীয় মানুষেরা এর অস্তিত্ব আগে থেকেই জানতেন । ভিনসেন্ট স্মিথ এটিকে আগেই নথিবদ্ধ করেছিলেন। ১৮৮৪ সালে এক ব্যক্তি , নাম ডানকান রিকিটস এই লিপির ‌সন্ধান পেয়েছিলেন স্থানীয়দের কাছ থেকে ।

এছাড়াও হিউয়েন সাং আর ফা-হিউয়েন এর ভ্রমণ কাহিনীতেও আমরা লুম্বিনী ও কপিলাবাস্তুর (Kapilavastu )উল্লেখ পেয়ে থাকি ।

হিন্দু ধর্মীয় গ্রন্থ গুলোতে কপিলাবাস্তুকে ( Kapilavastu ) ঋষি কপিলের স্থান‌ হিসেবে উল্লেখ করা হয়েছে ।


ধন্যবাদান্তে

ত্রিদিবেশ চ্যাটার্জ্জী

 
 
 

1件のコメント


TAPAN KUMAR CHATTERJEE
TAPAN KUMAR CHATTERJEE
2020年8月21日

Khub valo

いいね!
tridibesh_edited.jpg

জানা-অজানা

ইতিহাস, সংস্কৃতি ও ভ্রমণ

Know your history

WEEKLY NEWSLETTER 

Thanks for submitting!

  • https://www.facebook.com/ChhauMaskandPuruliaTourGuide/?ref=pages_you_manage

© 2023 BY Tridebesh Chatterjee. Designed BY CAPTUREGRAPHICS.IN

bottom of page