প্রাকৃতিক দুর্যোগের প্রথম লিখিত প্রমাণ , মহাস্থানগড়
- Jana Ajana
- Sep 5, 2020
- 2 min read
প্রাকৃত দুর্যোগ কথা আমরা সকলেই শুনে থাকি, কিন্তু আপনারা কখনো ভেবে দেখেছেন এই প্রাকৃতিক দুর্যোগের প্রথম উল্লেখ আমরা কোথায় পায় বিশেষত্ব পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে । পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক আপদ আর প্রথম লিখিত উল্লেখ আমরা পেয়ে থাকি মহাস্থানগড় শিলালিপিতে ।

এর আগে আমরা অশোকের প্রথম< , অশোকের দ্বিতীয়<, লুম্বিনী শিলালিপি সম্পর্কে আলোচনা করেছি ।
মহাস্থানগড় শিলালিপি হলো বাংলাদেশ তথা ভারতের অন্যতম প্রাচীন শিলালিপি । মহাস্থানগড় হল একটি প্রাচীন নগরী যার প্রাচীন নাম ছিল পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর । একসময় মহাস্থানগড় ছিল বাংলার রাজধানী । বর্তমানে এটি বাংলাদেশের বগুড়া জেলায় অবস্থিত । আনুমানিক খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে মহাস্থানগড় শিলালিপিটি তৈরি হয় । মহাস্থানগড় শিলালিপিতে ব্রাহ্মী লিপির ব্যবহার করা হয়েছে ।

চুনা পাথরের উপর খোদাই করা লিপিতে লেখা আছে যে, কোন এক প্রাকৃতিক আপদার / বিপর্যয় এর কারণে সেখানে স্থানীয় প্রশাসন মহাস্থানগড়ের মানুষদের সাহায্যের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করছে প্রাণ হিসেবে তারা শস্য বীজ বিতরণ করছে । এছাড়াও সরকারি কোষাগার বা রাজকোষ থেকে মুদ্রাও প্রদান করা হচ্ছে যারা সেই সময় ঘটে যাওয়া প্রাকৃতিক আপনায় বিপর্যস্ত । এই শিলালিপি থেকেই আমরা প্রথম বাংলায় ঘটে যাওয়া প্রাকৃতিক বিপর্যয় এর কথা জানতে পারি । এছাড়াও মহাস্থানগড় শিলালিপির আরও একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে এখানে আমরা বৌদ্ধ ধর্মের একটি শাখার কথা জানতে পারি এছাড়াও এখান থেকে আমরা দুটি মুদ্রার নাম জানতে পারি যথা গণ্ডক এবং কাকানিকা মুদ্রা ।

বর্তমানে এই লিপিটি কলকাতা যাদুঘরে রয়েছে । এটি মৌর্য যুগের শিলালিপি সম্ভবত অশোকের সময়কালের । এটিতে প্রাকৃত ভাষার ব্যবহার করা হয়েছে ।

ধন্যবাদ
ত্রিদিবেশ চ্যাটার্জ্জী, Govt of India , INDIAN MUSEUM
ঠিকানা : janaajana46@gmail.com
Comments